জাতিপুঞ্জ (League of Nations)
১৯১৮ সালে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ন্যায় ও নিরপেক্ষতার ভিত্তিতে দীর্ঘকাল স্থায়ী শান্তি স্থাপনের লক্ষ্যে ১৪ দফা নীতি ঘোষণা করেন। এই চতুর্দশ নীতির ১৪ নং ধারায় বিশ্বশান্তি রক্ষার জন্য তিনি একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার প্রস্তাব করেন। তাঁর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভার্সাই চুক্তিতে 'জাতিপুঞ্জের গঠনতন্ত্র' গৃহীত হয়। ১০ জানুয়ারি, ১৯২০ ভার্সাই - চুক্তি কার্যকর হলে ৪২টি দেশ নিয়ে যাত্রা শুরু হয় জাতিপুঞ্জের। সুইজারল্যান্ডের জেনেভায় সদর দপ্তর স্থাপিত হয়। জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থা ছিল কাউন্সিল। কাউন্সিলের স্থায়ী সদস্য ছিল ৪। যথা- যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি এবং জাপান। ১৯২৬ সালে জার্মানি এবং ১৯৩৪ সালে সোভিয়েত ইউনিয়ন কাউন্সিলের স্থায়ী সদস্যপদ লাভ করে। লীগ অব নেশনস এর গঠনতন্ত্র মোতাবেক ১৯১৯ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organization - ILO) এবং ১৯২০ সালে স্থায়ী আন্তর্জাতিক বিচারালয় (Permanent Court of International Justice) গঠিত হয়। মার্কিন সিনেট ভার্সাই চুক্তি অনুমোদন না করায় যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জে যোগ দিতে পারে নি। সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৯২৭ সালে ILO এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় International Social Security Association (ISSA)।