রুশ বিপ্লব

রুশ বিপ্লব (Russian Revolution)

১৯১৭ – ১৯২৩ ফেব্রুয়ারি বিপ্লব: ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে (গ্রেগরিয়ান বর্ষপুঞ্জী অনুযায়ী মার্চ মাস) পেট্রোগ্রাডে শ্রমিক ধর্মঘট শুরু হয়। জার দ্বিতীয় নিকোলাস বিদ্রোহ দমনে ব্যর্থ হয়ে পদত্যাগ করলে রাশিয়ায় জার শাসনের অবসান হয়। ডুমা বা জাতীয় পরিষদ একটি অস্থায়ী সরকার গঠন করে। ওই সরকার ছিল মূলত বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণি দ্বারা গঠিত।

বলশেভিক বিপ্লব: 'অস্থায়ী রাশিয়ান সরকার' জনগণের দাবি পূরণে ব্যর্থ হলে দেশে তীব্র অসন্তোষ দেখা দেয়। ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের (গ্রেগরিয়ান বর্ষপুঞ্জী অনুসারে নভেম্বর) মধ্য দিয়ে ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বাধীন বলশেভিক (কমিউনিস্ট) পার্টি ও শ্রমিকেরা পেট্রোগ্রাদের অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করে রাশিয়ায় একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। সাড়া জাগানো এ বিপ্লবের স্থায়িত্ব ছিল মাত্র ১০ দিন।

রাশিয়ার গৃহযুদ্ধ (১৯১৭ - ১৯২২ খ্রি.): লেলিন মার্কসবাদে বিশ্বাসী ছিলেন। মার্কসীয় অর্থনৈতিক বিশ্লেষণের ভিত্তিতেই লেলিন তার সাম্যবাদী আন্দোলনের গোড়াপত্তন করেন। লেলিন সাম্রাজ্যবাদ (Imperialism) কে ধনতন্ত্রের সর্বোচ্চ পর্যায় (Highest stage of Capitalism) বলে অভিহিত করতেন। তিনি ১৯১৮ সালের ১২ মার্চ রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাড হতে মস্কোয় স্থানান্তর করেন। ১৯২২ সালে রাশিয়ার গৃহযুদ্ধের অবসান হলে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র আত্মপ্রকাশ করে 'সোভিয়েত ইউনিয়ন'। ১৯২৪ সালের লেলিনের মৃত্যু হলে তাঁর মরদেহ মস্কোর রেড স্কোয়ারে লেলিন ঘ জাদুঘরে জনসম্মুখে প্রদর্শণের জন্য সংরক্ষণ করা হয় ।

                                                                   মার্কসবাদ

কার্ল মার্কস ১৮১৮ সালের ৫ মে জার্মান ফেডারেশনে জন্মগ্রহণ করেন। তাঁর গুরুত্বপূর্ণ রচনাগুলোর মাঝে রয়েছে। The Poverty of Philosophy Das Kapital (৩ খণ্ড) গ্রন্থ এবং ফ্রিডরিখ এঙ্গেলসের সাথে যৌথভাবে রচিত রাজনৈতিক পুস্তিকা 'কমিউনিস্ট ইশতেহার' (Communist Manifesto) Das Kapital' সমাজতন্ত্রের বাইবেল নামে পরিচিত। মার্কসের মতে, অর্থনীতি রাজনৈতিক কাঠামো নির্ধারণ করে। তিনি বিশ্বাস করতেন, "দার্শনিকগণ এতদিন সমাজের ব্যাখ্যাই করেছেন, এখন প্রয়োজন এটা পরিবর্তন করা।" তিনি সমাজ ব্যবস্থা বিশেষ করে ধনতান্ত্রিক ব্যবস্থার শোষণ, নির্যাতন ও বঞ্চনার বিপরীতে শোষণহীন সাম্যবাদী আদর্শের বাস্তবসম্মত সমাজের বৈজ্ঞানিক ভিত্তি প্রদানের লক্ষ্যে একটি রূপরেখা প্রণয়ন করেন। তাঁর এই দর্শন মার্কসবাদ (Marxism) নামে খ্যাত। কার্ল মার্কস এর বিশ্লেষণকে 'বৈজ্ঞানিক সমাজতন্ত্র' হিসেবেও অভিহিত করা হয়। মার্কসবাদকে মোটামুটি পাঁচটি স্তরে বিভক্ত করা যায়। যথা: দ্বান্দ্বিক বস্তুবাদ (Dialectical Materialism), ঐতিহাসিক বস্তুবাদ (Historical materialism), শ্রেণী সংগ্রাম তত্ত্ব (Class Struggle), উদ্বৃত্ত মূল্যতত্ত্ব (Surplus value theory) এবং সাম্যবাদ। তাঁর মতে, “মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণি সংগ্রামের ইতিহাস"। কার্ল মার্কসের বিখ্যাত উক্তি "উৎপাদন পদ্ধতি সংস্কৃতিকে নির্ধারণ করে।" "Workers of the world, unite!"। ১৮৮৩ সালের ১৪ মার্চ তিনি লন্ডনে পরলোকগমন করেন।

 


রুশ বিপ্লবের ফলাফল: 

(১) রাশিয়ার রোমানভ বংশীয় জার শাসনের অবসান ঘটে।

(২) রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ ত্যাগ করে।

(৩) রুশ উপনিবেশ 'ফিনল্যান্ড' স্বাধীনতা লাভ করে।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক