পর্তুগিজদের আগমন
পর্তুগিজদের আগমন
- ১৪৫৩ সালে উসমানীয় তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করে নেয়ায় ভারতবর্ষের সাথে প্রাচ্যের জলপথে ব্যবসায়-বাণিজ্য বন্ধ হয়ে যায়। ফলে নতুন জলপথ আবিষ্কারের প্রয়োজন হয়ে পড়ে। এ কারণেই ইউরোপীয় শক্তিগুলো সমুদ্রপথে উপমহাদেশে আসার অভিযান শুরু করে।
- পর্তুগিজরা প্রথম ইউরোপীয় যারা ভারতীয় উপমহাদেশে আগমন করে।
- পর্তুগিজদের মধ্যে যে দুঃসাহসী নাবিক প্রথম সমুদ্রপথে এদেশে আসেন, তাঁর নাম ভাস্কো-ডা-গামা।
- ভাস্কো-ডা-গামা ১৪৯৮ সালে কালিকট বন্দরে এসে উপস্থিত হন।
- ১৫৩৮ সালে পর্তুগিজরা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে বাণিজ্য নির্মাণের অনুমতি লাভ করে।
- ১৫৭৯ সালে পর্তুগিজরা হুগলী নামক স্থানে উপনিবেশ গড়ে তোলে।
- বাংলার সুবাদার শায়েস্তা খান পর্তুগিজদের নৈরাজ্যের জন্য চট্টগ্রাম ও সন্দ্বীপের ঘাঁটি দখল করে বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়ন করেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী