ওলন্দাজ বা ডাচদের আগমন
ওলন্দাজ বা ডাচদের আগমন
- ওলন্দাজ বা ডাচরা 'ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' গঠন করে বাণিজ্যিক উদ্দেশ্যে উপমহাদেশে আসে ১৬০২ সালে।
- ডাচরা ১৭৫৯ সালে সংঘটিত বিদারার বা হুগলি যুদ্ধে ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়।
- ১৮০৫ সালে ডাচরা সকল বাণিজ্য কেন্দ্র গুটিয়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী