ফরাসিদের আগমন
ফরাসিদের আগমন
- ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশে সর্বশেষ আগত ইউরোপীয় বণিক কোম্পানি।
- ফরাসিরা ১৬৬৮ সালে সুরাট এবং পরে মসলিপট্রমে বাণিজ্য কুঠি স্থাপন করে।
- পন্ডিচেরিতে ১৬৭৩ সালে ফরাসি উপনিবেশ গড়ে ওঠে।
- ১৬৭৪ সালের পর থেকে তারা তাদের বাণিজ্যিক কার্যক্রম বাংলায় সম্প্রসারিত করে।
- ১৬৯০ থেকে ১৬৯২ সালের মধ্যে চন্দননগর একটি শক্তিশালী সুরক্ষিত ফরাসি বাণিজ্য কুঠিতে পরিণত হয়।
- অন্যান্য ইউরোপীয় শক্তির মতো ফরাসিরাও এদেশে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকলে ফরাসি ও ইংরেজ সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়ায় এবং ১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে ফরাসিরা পরাজিত হলে তাদের প্রভাব কমে যায়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী