বক্সারের যুদ্ধ

বক্সারের যুদ্ধ

  • ১৭৬০ সালে ইংরেজ গভর্নর ভাঙ্গিটার্ট মীর জাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাশিমকে সিংহাসনে বসান।
  • ক্ষমতারোহণের পর সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ মীর কাশিম স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করতে চেয়েছিলেন।
  • তিনি চেয়েছিলেন ইংরেজদের সঙ্গে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা করে আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে। এ উদ্দেশ্যে তাঁর গৃহীত পদক্ষেপগুলো বক্সারের যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়।
  • ১৭৬৩ খ্রিষ্টাব্দে কলকাতা কাউন্সিল নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৭৬৪ সালে বিহারের বক্সার নামক স্থানে তিনি ইংরেজদের বিরুদ্ধে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন।
  • বক্সারের যুদ্ধে মীর কাশিমের পরাজয়ের কারণে বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী