ফকির-সন্নাসী আন্দোলন

ফকির-সন্ন্যাসী আন্দোলন

  • বাংলার ফকির-সন্ন্যাসী আন্দোলন ছিল একটি ব্রিটিশ-বিরোধী আন্দোলন। 
  • পলাশি যুদ্ধের পর ইংরেজদের বিরুদ্ধে বাঙালির প্রথম বিদ্রোহ ফকির-সন্ন্যাসী আন্দোলন। 
  • মজনু শাহ বিদ্রোহী ফকির দলের নেতা ছিলেন। 
  • ১৭৭১ খ্রিষ্টাব্দে মজনু শাহ উত্তর বাংলায় ইংরেজবিরোধী তৎপরতা শুরু করেন। 
  • ১৭৭৭-১৭৮৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজশাহী, দিনাজপুর ও ময়মনসিংহ জেলায় ইংরেজদের সঙ্গে মজনু শাহ বা সংঘর্ষে লিপ্ত হন। 
  • ১৮০০ সালে ফকিররা চূড়ান্তভাবে পরাজিত হয়। 
  • ১৭৬০ খ্রিষ্টাব্দে সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে। 
  • সন্ন্যাসীদের নেতার নাম ছিল ভবানী পাঠক।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী