তাপ ও তাপগতিবিদ্যা

তাপ হলো একটি শক্তির রূপ, যা কোন একটি বস্তুর আণবিক বা কণিকাগত গতি দ্বারা নির্ধারিত হয়। তাপমাত্রা হলো সেই পরিমাণ যা একটি বস্তু কতটুকু গরম বা ঠাণ্ডা তা পরিমাপ করে, যা সেলসিয়াস, ফারেনহাইট বা কেলভিন স্কেলে মাপা হয়। তাপমাত্রার সাথে প্রমাণ তাপমাত্রা সম্পর্কিত, যা তাপমাত্রার নির্দিষ্ট মানের ভিত্তিতে একটি নির্দিষ্ট মান নির্ধারণ করে। তাপের প্রভাব চাপকেও প্রভাবিত করে, যেমন গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে গ্যাসের চাপও বাড়ে। বাষ্পীভবন হল তরল অবস্থায় থাকা কোনো পদার্থের গ্যাসে পরিণত হওয়ার প্রক্রিয়া, যা তাপের শোষণ মাধ্যমে ঘটে। তাপ সঞ্চালন হলো তাপ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়া, যা পরিবাহী বস্তু বা মাধ্যমের মাধ্যমে ঘটে। তাপের শোষণ ও বিকিরণ হল এমন প্রক্রিয়া যেখানে তাপ কোনো বস্তু শোষণ করে বা তার থেকে বিকিরিত হয়ে অন্য পরিবেশে ছড়িয়ে পড়ে। এই সমস্ত প্রক্রিয়া তাপগতিবিদ্যার মূল বিষয়, যা তাপের আদান-প্রদান ও শক্তির পরিবর্তনের আইন ও তত্ত্ব বুঝতে সাহায্য করে।

Reference: