আলো এক প্রকার শক্তি (energy) বা বাহ্যিক কারণ (external cause) যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়।
আলোর গতি = ৩ × ১০৬ (৩ লক্ষ) কি.মি./সে. = ৩ × ১০০ সেমি./সে. = ১,৮৬,০০০ মাইল/ সে.
আলোকবর্ষ (Light-year): আলো শূন্যস্থানে এক বৎসর সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তাকে আলোক বর্ষ বলে ।এক আলোকবর্ষ = ৯.৪৬১ × ১০^১২ কিমি. = ৫.৮৭৯ × ১০১২^১২ মাইল দূরত্বের সবচেয়ে বড় একক পারসেক । ১ পারসেক = ৩.২ আলোকবর্ষ ।