সৈয়দ আমির আলী

সৈয়দ আমির আলি

  • সৈয়দ আমির আলি উনিশ শতকের আশির দশকে ভারতীয় মুসলমানদের রাজনৈতিক জাগরণের উদ্যোক্তা।
  • ১৯১২ সালে সৈয়দ আমির আলি মুসলিম লীগ এর সভাপতি নির্বাচিত হন।।
  • সৈয়দ আমির আলি 'The Spirit of Islam' গ্রন্থটির রচয়িতা।
  • সৈয়দ আমির আলি A Short History of the Saracens' গ্রন্থটি রচনা করেন।
  • সৈয়দ আমির আলি ১৮৭৭ খ্রিষ্টাব্দে কোলকাতায় 'সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন' গঠন করেন
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী