লক্ষ্মৌ চুক্তি

লক্ষ্ণৌ চুক্তি (১৯১৬)

  • ১৯১১ সালে বঙ্গভঙ্গরদ হলে মুসলিমি লীগ ব্রিটিশদের প্রতি ক্ষুদ্ধ হয় এবং ১৯১৩ সালে স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন শুরু করে। 
  • ১৯১৬ সালে লক্ষ্ণৌ শহরে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সম্পাদিত সমঝোতা চুক্তি ইতিহাসে 'লক্ষ্ণৌ চুক্তি' নামে পরিচিত। এ চুক্তির মাধ্যমে মুসলিমরা পৃথক রাজনৈতিক সত্তা হিসেবে আবির্ভূত হয়। এ চুক্তির মাধ্যমে হিন্দু-মুসলিম সম্পর্কের উন্নয়ন ঘটে।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী