নিখিল বঙ্গ প্রজা সমিতি
নিখিল বঙ্গ প্রজা সমিতি
- ১৯২৯ সালে প্রাদেশিক আইন পরিষদের নির্বাচনের পর 'নিখিল বঙ্গ প্রজা সমিতি' নামে একটি দল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- কৃষকের অবস্থার উন্নতি সাধন এ দলের প্রধান উদ্দেশ্য ছিল।
- ১৯৩৫ সালে প্রজা সমিতির সম্মেলনে এ. কে. ফজলুল হক নিখিল বঙ্গ প্রজা সমিতির সভাপতি নির্বাচিত হন।
- নিখিল বঙ্গ প্রজা সমিতির নতুন নামকরণ হয় 'কৃষক-প্রজা পার্টি'।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী