তেভাগা আন্দোলন

তেভাগা আন্দোলন

  • মোট উৎপন্ন ফসলের তিনভাগের দুইভাগ পাবে চাষী, একভাগ পাবে জমির মালিক-এই দাবি থেকে তেভাগা আন্দোলনের সূত্রপাত। 
  • ১৯৪৬-৪৭ সালে দিনাজপুর ও রংপুর জেলায় এই আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। 
  • এ আন্দোলনের নেতৃত্ব দেন ইলা মিত্র, হাজী মোহাম্মদ দানেশ প্রমুখ।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী