জিন্নাহ ও লিয়াকত আলীর ঘোষণা
- পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালের ১৯শে মার্চ ঢাকায় আসেন।
- তিনি ২১শে মার্চ রেসকোর্স ময়দানে এবং ২৪শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য রাখেন।
- বক্তব্য দুটিতে তিনি বলেন 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা' (Urdu and only Urdu shall be the state language of Pakistan) উপস্থিত ছাত্ররা 'না না' ধ্বনি দিয়ে তীব্র প্রতিবাদ করে।
- প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ১৯৪৮ সালের ১৮ই নভেম্বর আবার উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন।