আন্দোলোনের অন্যান্য তথ্য

আন্দোলনের অন্যান্য তথ্য

  • পাকিস্তানের সরকারি কর্ম কমিশন বাংলা ভাষাকে অমর্যাদা করার লক্ষ্যে পাকিস্তানের মুদ্রা ও স্ট্যাম্পের উপর থেকে বাংলা ছাপা মুছে ফেলে।
  • ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার।
  • ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল ৮ ফাল্গুন ১৩৫৯ বঙ্গাব্দ।
  • একুশের প্রথম গান 'ভুলব না, ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলব না'-এর রচয়িতা ভাষাসৈনিক আনম গাজীউল হক।
  • ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দীন।
  • একুশের প্রথম কবিতা লেখেন মাহবুবুল আলম চৌধুরী। যার প্রথম চরণ- 'আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি'।
  • 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি রচনা করে আবদুল গাফফার চৌধুরী।
  • 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী