আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি
- কানাডায় ভ্যাঙ্কুভার-এ বসবাসরত Mother Language Lover of the World নামের একটি বহুভাষী ও বহুজাতিক ভাষাপ্রেমী গ্রুপ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতির প্রথম পদক্ষেপ গ্রহণ করে। নেতৃত্বে ছিলেন প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম ও তাঁর সহযোগী আব্দুস সালাম।
- তারা বাঙালির ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রক্তাক্ত পটভূমি তুলে ধরেন যা সারা পৃথিবী জুড়ে অনন্য।
- তারা ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানান।
- ইউনেস্কো বাংলাদেশের প্রস্তাবটি মেনে নিয়ে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশে ঢাকার সেগুনবাগিচায় 'আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট' প্রতিষ্ঠিত হয়েছে।
- ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি সারাবিশ্বে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালিত হচ্ছে।
- সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।