মুজিবনগর সরকার গঠন
মুজিবনগর সরকার
- ১০ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার গঠন করা হয়।
- ১৭ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে এবং গণপ্রজাতন্ত্রের ঘোষণা করে।
- মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে মেহেরপুরে বৈদ্যনাথতলার (মুজিবনগর) আমবাগানে।
- ১৭ এপ্রিল ১৯৭১ সালে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করেন। এদিন অধ্যাপক এম ইউসুফ আলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
- মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় ৮নং থিয়েটার রোড, কলকাতায় অবস্থিত ছিল।
- ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম 'জয় বাংলা'।
- মুক্তিযুদ্ধে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ছিল মুজিবনগর (১৬ই ডিসেম্বর পর্যন্ত)।
- মুজিব নগর সরকার সামরিক ও বেসামরিক দুইভাবে কার্যক্রম চালায়।
- তানভীর কবির মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী