মুক্তিযুদ্ধে নারী, শিশু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী.

মুক্তিযুদ্ধে নারী, শিশু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী 

  • স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য ক্যাপ্টেন ডা. সেতারা বেগম ও তারামন বিবিকে বীরত্বসূচক বীরপ্রতীক খেতাব দেয়া হয়। 
  • ডা. সেতারা বেগম ২নং সেক্টরে ও তারামন বিবি ১১নং সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন। 
  • খেতাবহীন সুনামগঞ্জের খাসিয়া সম্প্রদায়ের মুক্তিযোদ্ধা হলো কাঁকন বিবি যিনি মুক্তিবেঠি নামেও পরিচিত। 
  • বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ শিশু মুক্তিযোদ্ধা ছিলেন ১১নং সেক্টরের যোদ্ধা শহিদুল ইসলাম লালু। এসময় তার বয়স ছিল ১৩ বছর। 
  • ক্ষুদ্র-নৃগোষ্ঠী থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরবিক্রম খেতাব প্রদান করা হয় ৬নং সেক্টরের যোদ্ধা ইউ কে.চিং মারমাকে। তিনি ইপিআরের সদস্য হিসেবে যুদ্ধে অংশে নেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী