মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরত্বসূচক খেতাব

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরত্বসূচক খেতাব

  • ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী, খেতাবপ্রাপ্ত মোট মুক্তিযোদ্ধা ছিল ৬৭৬ জন, (বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন)।
  • ৬ জুন ২০২১, বঙ্গবন্ধুর ৪ খুনির খেতাব বাতিল করা হয়। তারা হলেন: মেজর ডালিম বীর উত্তম, নূর চৌধুরী বীর বিক্রম, রাশেদ চৌধুরী বীর প্রতীক ও মোসলেহ উদ্দিন বীর প্রতীক। বর্তমানে খেতাবপ্রাপ্ত মোট মুক্তিযোদ্ধা ৬৭২ জন।

বীরত্বসূচক খেতাবের ক্রমমান

  • বীরশ্রেষ্ঠ ৭ জন 
  • বীরউত্তম ৬৭ জন 
  • বীরবিক্রম ১৭৪ জন 
  • বীরপ্রতীক ৪২৪ জন
  • মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট বীর সন্তান ৬৭২ জন
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী