তেনিয়াপাড়া রণকৌশল
তেলিয়াপাড়া রণকৌশল
- তেলিয়াপাড়া রণকৌশল মুক্তিযুদ্ধের রণকৌশলের নাম। তেলিয়াপাড়া সিলেটে অবস্থিত।
- তেলিয়াপাড়াতে মিলিত হয়ে সেনাবাহিনী, EPR, আনসার ও পুলিশ বাহিনীর অফিসারগণ হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণের কৌশল ঠিক করে। যুদ্ধের কমান্ড কাঠামো তেলিয়াপাড়াতে প্রণীত হয়।
- ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিট গুলোর বাঙালী সৈনিকদের নিয়ে নিয়মিত বাহিনী গঠিত হয়। সরকারিভাবে এদের এম.এফ (মুক্তিফৌজ) নামকরণ করা হয়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী