মুক্তিযুদ্ধে নৌবাহিনী
মুক্তিযুদ্ধে নৌবাহিনী
- ১৯৭১ সালে ভারত থেকে উপহার পাওয়া BNS-পদ্মা ও BNS-পলাশ নামে দুটি ছোট টহল গানবোট এবং বাঙালি অফিসার ও নাবিকদের নিয়ে বাংলাদেশ নৌ-বাহিনী যাত্রা শুরু করে।
- নৌ-পথে Operation Jackpot পরিচালনার মাধ্যমে মাত্র ১ দিনে চট্টগ্রাম বন্দরে ১০টি ও মংলা বন্দরে ৫০টি জাহাজ ধ্বংস করে মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডারগণ সারা বিশ্বে সারা ফেলে দেন।
- ৯ নভেম্বর ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম নৌ-বহর 'বঙ্গবন্ধু নৌ-বহর' উদ্বোধন করা হয়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী