সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী

সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী

সংশোধনী (Amendment)সংশোধনীর বিষয়বস্তু (Subject Matter of Amendment)পাসের তারিখ (Date of Passing)
প্রথম                                    যুদ্ধাপরাধীসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতকরণ। ১৫ জুলাই, ১৯৭৩                         
দ্বিতীয় অভ্যন্তরীণ গোলযোগে বা বহিরাক্রমণে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন অবস্থায় জরুরি অবস্থা ঘোষণার বিধান। ২২ সেপ্টেম্বর, ১৯৭৩
চতুর্থ সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসন পদ্ধতি চালুকরণ এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি (বাকশাল) প্রবর্তন।২৫ জানুয়ারি, ১৯৭৫ 
পঞ্চম ১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থানের পর হতে ১৯৭৯ সালের ৫ এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কর্মকাণ্ডের ফরমান ও প্রবিধানের বৈধতা দান।৬ এপ্রিল, ১৯৭৯
অষ্টমরাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দান এবং ঢাকার বাইরে ছয়টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন। Dacca এর নাম Dhaka এবং Bangali এর নাম Bangla করা হয়।৭ জুন, ১৯৮৮
দশমজাতীয় সংসদে মহিলাদের জন্য ৩০টি আসন ১০ বছরের জন্য সংরক্ষিত রাখা। ১২ জুন, ১৯৯০
দ্বাদশ সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন এবং ভাইস প্রেসিডেন্ট পদ বিলুপ্ত।৬ আগস্ট, ১৯৯১
ত্রয়োদশ অবাধ, সুষ্ঠু সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন।২৭ মার্চ, ১৯৯৬
চতুর্দশ নারীদের জন্য ৪৫ আসন সংরক্ষণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংরক্ষণ।১৬ মে, ২০০৪
পঞ্চদশ প্রস্তাবনার সংশোধন, ৭২ এর মূলনীতি পুনর্বহাল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত, নারীদের জন্য ৫০ আসন সংরক্ষণ।৩০ জুন, ২০১১ 
ষোড়শ ১৯৭২ সালের মূল সংবিধানের ৯৬ অনুচ্ছেদের পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেয়া।১৭ সেপ্টেম্বর, ২০১৪ 
সপ্তদশ সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন আরও ২৫ বছর বহাল থাকবে।৮ জুলাই, ২০১৮ 
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী