তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
অনুচ্ছেদ (Article) | বিষয়বস্তু (বর্ণনা) |
২৬। মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল | |
২৭। আইনের দৃষ্টিতে সমতা | সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। |
২৮। ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য | (১) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবেন না। (২) "রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে"। (৩) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাবে না। (৪) "নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করবে না"। |
২৯। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা | |
৩০। বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ | |
৩১। আইনের আশ্রয় লাভের অধিকার | |
৩২। জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার রক্ষণ | |
৩৩। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ | |
৩৪। জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ | |
৩৫। বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ | |
৩৬। চলাফেরার স্বাধীনতা | |
৩৭। সমাবেশের স্বাধীনতা | |
৩৮। সংগঠনের স্বাধীনতা | |
৩৯। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা। | |
৪০। পেশা বা বৃত্তির স্বাধীনতা | |
৪১। ধর্মীয় স্বাধীনতা | |
৪২। সম্পত্তির অধিকার | |
৪৩। গৃহ ও যোগাযোগের রক্ষণ | |
৪৪। মৌলিক অধিকার বলবৎকরণ | (২) এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটিয়ে সংসদ আইনের দ্বারা অন্য কোন আদালতকে তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ঐ সকল বা এর যে কোন ক্ষমতা দান করতে পারবেন। |
৪৫। শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন | |
৪৬। দায়মুক্তি-বিধানের ক্ষমতা | |
৪৭। কতিপয় আইনের হেফাজত | |
৪৭ক। সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা |