চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
প্রথম পরিচ্ছেদ-রাষ্ট্রপতি
অনুচ্ছেদ (Article) | বিষয়বস্তু (বর্ণনা) |
৪৮। রাষ্ট্রপতি | ৩. এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করবে। ৪. কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হবার যোগ্য হবেন না, যদি তিনি- (ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা (খ) সংসদ-সদস্য নির্বাচিত হবার যোগ্য না হন; অথবা (গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতি পদ হইতে অপসারিত হইয়া থাকেন। |
৪৯। ক্ষমা প্রদর্শনের অধিকার | |
৫০। রাষ্ট্রপতি পদের মেয়াদ | |
৫১। রাষ্ট্রপতির দায়মুক্তি | ২. রাষ্ট্রপতির কার্যভারকালে তাঁহার বিরুদ্ধে কোন আদালত কোন প্রকার ফৌজদারী কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না এবং তাঁহার গ্রেফতার বা কারাবাসের জন্য কোন আদালত হইতে পরোয়ানা জারি করা যাবে না। |
৫২। রাষ্ট্রপতির অভিশংসন | |
৫৩। অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ | |
৫৪। অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পিকার |
২য় পরিচ্ছেদ: প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা
অনুচ্ছেদ (Article) | বিষয়বস্তু (বর্ণনা) |
৫৫। মন্ত্রিসভা | (৩) মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবেন। |
৫৬। মন্ত্রীগণ | ২. প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রীর উপ-মন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেনঃ তবে শর্ত থাকে যে, তাঁহাদের সংখ্যার অন্যূন নয়-দশমাংশ সংসদ-সদস্যগণের মধ্যে হইতে নিযুক্ত হবেন এবং অনধিক এক-দশমাংশ সংসদ-সদস্য নির্বাচিত হবার যোগ্য ব্যক্তিগণে মধ্য হইতে মনোনীত হইতে পারবেন। ৩. যে সংসদ-সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হবেন, রাষ্ট্রপতি তাঁহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। |
৫৭। প্রধানমন্ত্রীর পদের মেয়াদ | |
৫৮। অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ |
৩য় পরিচ্ছেদ: স্থানীয় শাসন
৫৯। স্থানীয় শাসন |
৬০। স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা |
৪র্থ পরিচ্ছেদ: প্রতিরক্ষা কর্মবিভাগ
অনুচ্ছেদ | বিষয় |
৬১। সর্বাধিনায়কতা | |
৬২। প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি প্রভৃতি | |
৬৩। যুদ্ধ | ১. সংসদের সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না কিংবা প্রজাতন্ত্র কোন যুদ্ধে অংশগ্রহণ করবেন না। |
৫ম পরিচ্ছেদ: অ্যাটর্নি জেনারেল
অনুচ্ছেদ | বিষয় |
৬৪। অ্যাটর্নি জেনারেল | ১. সুপ্রীম কোর্টের বিচারক হবার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল (প্রধান আইন কর্মকর্তা) পদে নিয়োগদান করবেন। ৪. রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবে এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন। |