১ম পরিচ্ছেদঃ সংসদ
অনুচ্ছেদ (Article) | বিষয়বস্তু (বর্ণনা) |
৬৫। সংসদ প্রতিষ্ঠা | ১. "জাতীয় সংসদ" নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হবে। [জাতীয় সংসদের ইংরেজি পাঠ 'House of the Nation'] |
৬৬। সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা | ১. কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হইলে এবং তাঁহার বয়স পঁচিশ বৎসর পূর্ণ হইলে এই অনুচ্ছেদের (২) দফায় বর্ণিত বিধান সাপেক্ষে তিনি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ-সদস্য থাকিবার যোগ্য হবেন। |
৬৭। সংসদের আসন শূন্য হওয়া | (১) যদি কোন ব্যক্তি নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে নব্বই দিনের মধ্যে তৃতীয় তফসিলে নির্ধারিত শপথগ্রহণ বা ঘোষণা করতে ও শপথ পত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করতে অসমর্থ হন। |
৬৮। সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি | |
৬৯। শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোটদান করিলে সদস্যের অর্থদণ্ড। | |
৭০। রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া | |
৭১। দ্বৈত সদস্যতায় বাধা | |
৭২। সংসদের অধিবেশন | (১) সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত ও ভঙ্গ করবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করবেন; তবে শর্ত থাকে যে, সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ষাট দিনের অতিরিক্ত বিরতি থাকবে না। |
৭৩। সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী | |
৭৩ক। সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার। | |
৭৪। স্পীকার ও ডেপুটি স্পীকার | |
৭৫। কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি | (২) সংসদে বৈঠক চলাকালে কোন সময়ে উপস্থিত সদস্য-সংখ্যা ৬০ এর কম বলে যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, তা হলে তিনি অন্যূন ৬০ জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখবেন কিংবা মুলতবী করবেন। |
৭৬। সংসদের স্থায়ী কমিটিসমূহ | (১) সংসদ-সদস্যদের মধ্য হইতে সদস্য নিয়ে নিম্নলিখিত স্থায়ী কমিটিসমূহ নিয়োগ করবেন (ক) সরকারি হিসাব কমিটি; (খ) বিশেষ-অধিকার কমিটি; (গ) সংসদের কার্যপ্রণালী-বিধিতে নির্দিষ্ট অন্যান্য স্থায়ী কমিটি। |
৭৭। ন্যায়পাল | |
৭৮। সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি | |
৭৯। সংসদ-সচিবালয় |
২য় পরিচ্ছেদঃ আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি
অনুচ্ছেদ | বিষয়বস্তু (বর্ণনা) |
৮০। আইন প্রণয়ন পদ্ধতি | |
৮১। অর্থবিল | |
৮২। আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ | |
৮৩। সংসদের আইন ব্যতীত করারোপে বাধা | |
৮৪। সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব | |
৮৫। সরকারি অর্থে নিয়ন্ত্রণ | |
৮৬। প্রজাতন্ত্রের সরকারি হিসাবে প্রদেয় অর্থ | |
৮৭। বার্ষিক আর্থিক বিবৃতি | |
৮৮। সংযুক্ত তহবিলের উপর দায় | |
৮৯। বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি | |
৯০। নির্দিষ্টকরণ আইন | |
৯১। সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী | |
৯২। হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট | |
৯২ক। বিলুপ্তি (দ্বাদশ সংশোধনীনের মাধ্যমে) |
৩য় পরিচ্ছেদঃ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা
অনুচ্ছেদ | বিষয়বস্তু (বর্ণনা) |
৯৩। অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা |