সপ্তম ভাগ: নির্বাচন

 

অনুচ্ছেদ (Article)বিষয়বস্তু (বর্ণনা)
১১৮। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা(৩) কোন নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাঁর কার্যভার গ্রহণের তারিখ হতে ৫ বছর পর্যন্ত হবে।
১১৯। নির্বাচন কমিশনের দায়িত্ব
১২০। নির্বাচন কমিশনের কর্মচারীগণ
১২১। প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার-তালিকা
১২২। ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা

(২) কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার-তালিকাভুক্ত হবার অধিকারী হবেন, যদি 

(খ) তার বয়স আঠার বৎসরের কম না হয়

১২৩। নির্বাচন অনুষ্ঠানের সময়(৪) সংসদ ভাঙ্গিয়া যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের কোন সদস্যপদ শূন্য হলে পদটি শূন্য হবার নব্বই দিনের মধ্যে উক্ত শূন্যপদ পূর্ণ করবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে; 
১২৪। নির্বাচন সম্পর্কে সংসদে বিধান প্রণয়নের ক্ষমতা
১২৫। নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা
১২৬। নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী