একাদশ ভাগ: বিবিধ
অনুচ্ছেদ (Article) | বিষয়বস্তু (বর্ণনা) |
১৪৩। প্রজাতন্ত্রের সম্পত্তি | |
১৪৪। সম্পত্তি ও কারবার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব | |
১৪৫। চুক্তি ও দলিল | |
১৪৫ক। আন্তর্জাতিক চুক্তি | |
১৪৬। বাংলাদেশের নামে মামলা | বাংলাদেশ' এই নামে বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যেতে পারবে। |
১৪৭। কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি | |
১৪৮। পদের শপথ | |
১৪৯। প্রচলিত আইনের হেফাজত | |
১৫০। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী | |
১৫১। রহিতকরণ | |
১৫২। ব্যাখ্যা | |
১৫৩। প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ | (১) এই সংবিধানকে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান" বলে উল্লেখ করা হবে এবং ১৯৭২ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখে এটি বলবৎ হবে, যাকে এই সংবিধানে "সংবিধান-প্রবর্তন" বলে অভিহিত করা হয়েছে। (৩) এই অনুচ্ছেদের (২) দফা-অনুযায়ী সার্টিফিকেটযুক্ত কোন পাঠ এই সংবিধানের বিধানাবলীর চূড়ান্ত প্রমাণ বলে গণ্য হবে; তবে শর্ত থাকে যে, বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাবে। |