আইন বিভাগ

আইন বিভাগ

  • বাংলাদেশের আইন বিভাগ বা আইন পরিষদের নাম জাতীয় সংসদ।
  • বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট (Unicameral Legislature) আইন সভা।
  • জাতীয় সংসদের ইংরেজি নাম House of The Nation.
  • বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক শাপলা ফুল।                                                                                                                                                                                                                            
  • প্রথম জাতীয় সংসদের সংসদ নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান।
  • রাষ্ট্রপতি বাংলাদেশের সংসদ অধিবেশন আহ্বান করেন এবং সংসদের প্রথম বৈঠকের স্থান ও সময় নির্ধারণ করেন। প্রতি বৎসর প্রথম সংসদের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন                              
  • সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পর ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করা হয়।
  • কোনো কারণে সংসদ ভেঙে গেলে বা মেয়াদ শেষ হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হয়।
  • বাংলাদেশের মন্ত্রিপরিষদের সদস্যগণ জাতীয় সংসদের নিকট জবাবদিহি করেন।
  • সংসদ ভেঙ্গে যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের সদস্য পদ শূন্য হলে, পদটি শূন্য হবার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে                                                                                                
  • বাংলাদেশের জাতীয় সংসদের দুই অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিন বিরতি থাকে।
  • বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স ২৫ বছর।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল।
  • বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়।
  • যুগোশ্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো ৩১ জানুয়ারি ১৯৭৪ সালে জাতীয় সংসদে ভাষণ দেন।
  • ১৮ জুন ১৯৭৪ সালে ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী