জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)
- বাংলাদেশ স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কালে বিশ্ব দুইটি ব্লকে বিভক্ত ছিল, একটি সমাজতান্ত্রিক ব্লক এবং অন্যটি ছিল পুঁজিবাদী ব্লক। বঙ্গবন্ধু সরকার কূটনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়ে কোন ব্লকে অংশ গ্রহণ না করে নিরপেক্ষভাবে জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) যোগ দেয়।
- বঙ্গবন্ধু ১৯৭৩ সালের সেপ্টেম্বরে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স-এ অনুষ্ঠিত ন্যামের ৪র্থ সম্মেলনে অংশগ্রহণ করেন।
- ন্যামের সম্মেলনে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাতের পর ফিদেল কাস্ত্রো তাঁর সম্পর্কে মন্তব্য করেন 'আমি হিমালয় দেখিনি, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি' ব্যক্তিত্ব আর সাহসে তিনি হিমালয়ের সমান, এভাবে আমি হিমালয় দেখার অভিজ্ঞতা অর্জন করলাম।