বাংলাদেশের কৃষি
বাংলাদেশের কৃষি
- বাংলাদেশের কৃষি ধান প্রধান, নিবিড় স্বয়ংভোগী।
- বাংলাদেশে মোট আবাদি জমির পরিমাণ ৮৫.৭৭ লক্ষ হেক্টর বা ২ কোটি ১১ লক্ষ একর (তথ্য পরিবর্তনশীল)।
- অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী জিডিপিতে কৃষিখাতের অবদান ১১.৫০% (সাময়িক)।
- বাংলাদেশে GDP তে কৃষির অবদান ক্রমহ্রাসমান।
- বাংলাদেশে ৮০ ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল।
- বাংলাদেশে কৃষি খাতে অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়।
- জাতীয় কৃষি উদ্যান অবস্থিত কাশিমপুর, গাজীপুর।
- ২০১৩ সালে সর্বশেষ কৃষি নীতি প্রণীত হয়।
- ৫ এপ্রিল, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করা হয়।
- ১৯৭৬ সালে প্রথম বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেয়া হয়। তখন এ পুরস্কারের নাম ছিল রাষ্ট্রপতি কৃষি পুরস্কার। কৃষি উন্নয়নের জন্য 'রাষ্ট্রপতি পুরস্কার' প্রদান করা হতো।
- ১৯৭৭ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ১৯৮৩-৮৪, ১৯৯৬, ২০০৮ ও ২০১৯ সালেও কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।
- কার্তিক-ফাল্গুন মাস দেশে কৃষির রবি মৌসুম।
- দেশে রোপা আমন কাটা হয় অগ্রহায়ণ-পৌষ মাসে।
- সার্ক কৃষি তথ্যকেন্দ্র (SAIC) অবস্থিত ফার্মগেট, ঢাকা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে।
- বাংলাদেশের 'শস্যভাণ্ডার' হিসেবে পরিচিত জেলা বরিশাল
- ২০১২ সালে বাংলাদেশ আফ্রিকার সেনেগালে জমি লিজ নিয়ে প্রথম কৃষিকাজ শুরু করে।
- বাংলাদেশে পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কৃষিখাতে।
- তিস্তা বাঁধ প্রকল্প দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত অঞ্চল বৃহত্তম রংপুর, দিনাজপুর জেলা।
- বাংলাদেশের প্রথম কৃষি জাদুঘর অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
- ১৫ নভেম্বর বা ১ অগ্রহায়ণ বাংলাদেশে কৃষি দিবস পালিত হয়।
- বাংলাদেশের ছয় ঋতু অনুক্রম - গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
- ১৯৯৯ সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী প্রফেসর নরম্যান বোরলগ বাংলাদেশ সফর করেন।
- কৃষিতে অবদানের জন্য ২০০৯ সালে শাইখ সিরাজ জাতিসংঘের কৃষি বিষয়ক সংস্থা (FAO) কর্তৃক এএইচ বুর্মা অ্যাওয়ার্ড লাভ করে।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী