ভূমি ব্যবস্থাপনা

ভূমি ব্যবস্থাপনা

  •  লর্ড কর্নওয়ালিস ১৭৮৯ সালে দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন। ১৭৯৩ সালের ২২ মার্চ কর্নওয়ালিস তা চিরস্থায়ী বলে ঘোষণা দেন।
  • সূর্যাস্ত আইনে জমির রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে পরিশোধ না করতে পারলে, জমি নিলাম করে রাজস্ব আদায় করা হতো। এ আইনে অনেক জমিদার জমি হারিয়ে সর্বস্বান্ত হয়।
  • ১৯৫০ সালে চিরস্থায়ী বন্দোবস্তের অবসান হয়।
  • Special Committee on the East Bengal State Acquisition and Tenancy Bill, 1948 এর প্রস্তাবক শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক।
  • ১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন (এস্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট) প্রণীত হয়। এর ফলে জমিদারি প্রথা বিলুপ্ত হয়।
  • ১৯৭২ সালে ভূমি সংস্কারে ১০০ বিঘা পর্যন্ত কৃষি জমির মালিকানার সর্বোচ্চ সীমা রাখা হয়।
  • বাংলাদেশে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে। 
  • চট্টগ্রামে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয়।
  • ১৯৮৪ সালে বাংলাদেশের সর্বশেষ ভূমি অর্ডিন্যান্স জারি করা হয়।
  • ১৯৮৪ সালের ভূমি সংস্কার অধ্যাদেশ অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ বিঘা জমির মালিক হতে পারে।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী