কয়লা

কয়লা

  • বাংলাদেশের কয়লা সমৃদ্ধ জেলা দিনাজপুর।
  • দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কয়লা খনিজ প্রকল্পের কাজ চলছে।
  • বড়পুকুরিয়া কয়লা খনি অবস্থিত দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চৌহালি গ্রামে।
  • দেশের সর্ববৃহৎ কয়লাখনি অবস্থিত দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায়।
  • বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র দিনাজপুরের বড়পুকুরিয়ায় অবস্থিত। 
  • ১৯৮৫ সনে বড় পুকুরিয়া কয়লা খনি আবিষ্কৃত হয়।
  • বাংলাদেশের দিনাজপুরে প্রথম কয়লা শোধনাগার বিরামপুর হার্ডকোক লি'-এর অবস্থান।
  • দিনাজপুরের ফুলবাড়িতে কয়লা খনি রয়েছে। ২০০৬ সালে উন্মুক্ত কয়লা খনি নির্মাণের বিরুদ্ধে আন্দোলনের জন্য ফুলবাড়ি আলোচনায় এসেছিলো।
  • বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে জয়পুরহাটের জামালগঞ্জে।
  • সিলেটে পিট জাতীয় কয়লা পাওয়া যায়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী