বিবিধ খনিজ

বিবিধ খনিজ

দিনাজপুর লৌহ খনির সন্ধান পাওয়া গেছে।

দিনাজপুর জেলার পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনি অবস্থিত।

মধ্যপাড়া কঠিন শিলা এলাকার বিস্তার ১.৪৪ বর্গ কিমি.।

কাচ বালির সর্বাধিক মজুদ সিলেট অঞ্চলে।

বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে 'ব্ল‍্যাক গোল্ড' (তেজস্ক্রিয় বালু) পাওয়া যায়।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্মকর্তা ও এইচ কবির করাবাজার সমুদ্র সৈকতে প্রথম কালো সোনা আবিষ্কার করেন।

বাংলাদেশে গন্ধকের সন্ধান পাওয়া গেছে কুতুবদিয়ায়।

বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে।

Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী