ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
- ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের ফলে মুসলমানদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়। তৎকালীন বিশিষ্ট নেতৃবৃন্দ (নওয়াব সলিমুল্লাহ, এ.কে ফজলুল হক, সৈয়দ নওয়াব আলী চৌধুরী) মুসলমানদের স্বার্থ রক্ষার্থে লর্ড হার্ডিঞ্জের সঙ্গে সাক্ষাত করে পূর্ব বাংলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জানায়।
- ২ ফেব্রুয়ারি, ১৯১২ সালে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ।
- এর প্রেক্ষিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত পরিকল্পনা প্রতিবেদন তৈরি করার জন্য ১৯১২ সালে নাথানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- ১৯১৩ সালের নাথান কমিশন একটি ইতিবাচক রিপোর্ট প্রদান করলে ডিসেম্বর তা অনুমোদন লাভ করে।
- ১৯১৭ সালে স্যাডলার কমিশনও ইতিবাচক রিপোর্ট প্রদান করলে ২৩ মার্চ, ১৯২০ সালে ভারত আইন সভা ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯২০’ পাস হয়।
- ঢাকার রমনা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্থান চূড়ান্ত করা হয়।
- নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অধিকাংশ জমি প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে।
- ১ জুলাই, ১৯২১ সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ৮৪৭ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে।
- ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী