কবির চৌধুরী শিক্ষা কমিশন

কবির চৌধুরী শিক্ষা কমিশন (২০০৯)

✓ ২০০০ সালের শিক্ষানীতিকে আধুনিকরণ, পরিমার্জন ও সংস্কার করার লক্ষ্যে ২০০৯ সালে জাতীয় অধ্যাপক কবির চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট 'কবির চৌধুরী শিক্ষা কমিশন' গঠন করা হয়।

✓ কবির চৌধুরী শিক্ষা কমিশনের সুপারিশক্রমে ২০১০ সালে 'জাতীয় শিক্ষানীতি প্রণীত' হয়।]

✓ এই শিক্ষা নীতিতে দেশের শিক্ষান্তরকে ৩ ভাগে ভাগ করার সুপারিশ করা হয়:

  • প্রাথমিক স্তর (প্রথম-অষ্টম শ্রেণি) 
  • মাধ্যমিক স্তর (নবম-দ্বাদশ শ্রেণি) 
  • উচ্চতর স্তর (স্নাতক-পরবর্তী পর্যায়ে শিক্ষা)

✓ বাংলাদেশে এ পর্যন্ত ৮টি জাতীয় শিক্ষা কমিশন প্রতিবেদন পেশ করেছে। 

Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী