নৌ-যোগাযোগ

নৌ যোগাযোগ

  • বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (Bangladesh Inland Water Transport Corporation-BIWTC) এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
  • দেশের অভ্যন্তরীণ জলপথের নৌযান সমূহকে নিয়ন্ত্রণ করে Bangladesh Inland Water Transport Authority-BIWTA.
  • বাংলাদেশে নদীপথের দৈর্ঘ্য ৯৮৩৩ কি.মি.। সারাবছর নাব্য নদীপথের দৈর্ঘ্য ৫৪০০ কি.মি.। 

Note: সারাবছর নাব্য নদীপথের দৈর্ঘ্য ৩৮৬৫ কি.মি.। [মাধ্যমিক বাংলাদেশ ও বিশ্বপরিচয়] 

  • বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর হলো ঢাকা নদীবন্দর। 
  •  বর্তমানে বাংলাদেশে ৩৭টি নদীবন্দর রয়েছে। সর্বশেষ নদীবন্দর গাজীপুর নদীবন্দর।
নদীবন্দর (জেলা) নদী      
ঢাকা বুড়িগঙ্গা
নারায়ণগঞ্জশীতলক্ষ্যা
 চাঁদপুর মেঘনা
 বরিশাল (বৃহত্তম নদী বন্দর)কীর্তনখোলা
 চিলমারী (কুড়িগ্রাম)ব্রহ্মপুত্র
  • মাওয়া ফেরিঘাট (মুন্সিগঞ্জ) পদ্মা নদীর তীরে ও আরিচা ফেরিঘাট (মানিকগঞ্জ) যমুনা নদীর তীরে অবস্থিত। 
  • জাহাজের নিবন্ধন ও বার্ষিক ফিটনেস সার্টিফিকেট প্রদান করে নৌ-পরিবহন অধিদপ্তর (Department of Shipping)। 
  • "বাংলার দূত" বাংলাদেশের শিপিং কর্পোরেশনের জাতীয় পতাকাবাহী প্রথম জাহাজ। 
  • বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের জলদিয়ায় অবস্থিত।
  • ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামে অবস্থিত।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী