বিমান যোগাযোগ
বিমান যোগাযোগ
- বাংলাদেশ বিমান সংস্থার বাণিজ্যিক নাম ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’। ৪ জানুয়ারি ১৯৭২ সালে ‘এয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল’ নামে কার্যক্রম শুরু করে।
- ‘বলাকা’ বাংলাদেশ বিমানের প্রতীক। এর ডিজাইন করেন কামরুল হাসান।
- বাংলাদেশ বিমানের শ্লোগান ‘আকাশে শান্তির নীড়’ (Your Home in the Sky)।
- হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরের স্থপতি লারোস।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমান উড়োজাহাজ ২১টি এর মধ্যে ১৬টি নিজস্ব ও ৫টি লিজ নেওয়া।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত অত্যাধুনিক বিমানগুলো হলো- আকাশবীণা, হংসবলাকা, গাঙ্গচিল, রাজহংস, সোনারতরী ও অচিনপাখি।
- এখন পর্যন্ত বাংলাদেশে ৩টি আন্তর্জাতিক ও ১২টি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে। এছাড়া বাগেরহাটের খান জাহান আলী বিমানবন্দর (নির্মাণাধীন) রয়েছে।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী