রেলপথ

রেলপথ                 

  • বাংলায় প্রথম রেলপথ চালু হয় হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত।
  • ব্রিটিশ আমলে ১৮৬২ সালে বাংলাদেশে প্রথম (দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি) রেলপথ স্থাপন করা হয়।
  • ৩ প্রকার গেজ (প্রস্থের) মাধ্যমে রেলপথের প্রবর্তন করে ব্রিটিশ সরকার। ব্রডগেজ (১৬৭৬ মিমি), মিটার গেজ (১০০০ মিমি বা ১ মিটার) এবং ন্যারো গেজ (৭৬২ মিমি)।
  • বাংলাদেশের রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি ব্রডগেজ রেললাইন আছে।
  • বর্তমানে দেশের দীর্ঘতম রেলপথ ঢাকা-পঞ্চগড় (৬৩৯ কি.মি.)।
  • বাংলাদেশে বর্তমানে ২০টি জেলায় রেলপথ নেই। 
  • রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব ৫২৯ কি.মি.। 
  • সম্প্রতি বাংলাদেশের কয়েকটি অঞ্চলে ডেমু রেল চালু হয়েছে। ডেমু শব্দের অর্থ ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী