গণমাধ্যম

গণমাধ্যম

  • "মিডিয়াকে একটি জাতির 'ফোর্থ এস্টেট' বলা হয়।"
  • জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ২০ অক্টোবর ১৯৫৪ (পূর্বনাম: পূর্ব পাকিস্তান প্রেসক্লাব)। 
  • "বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার নাম 'বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)'।"
  • ১ জানুয়ারি ১৯৭২ সালে বাসস প্রতিষ্ঠিত হয়। .
  • "বাংলাদেশর প্রথম ইন্টারনেটভিত্তিক সংবাদ সংস্থার নাম বিডি নিউজ।"
  • "বাংলাদেশের প্রথম ই-নিউজ পেপার ও বার্তা সংস্থার নাম একাত্তর নিউজ সার্ভিস (ইএনএস)।"
  • ১৯৮৮ সালে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) যাত্রা শুরু করে।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী