Present Subjunctive

চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে subordinate clause এ base form ব্যবহারের রীতিই হচ্ছে Present Subjunctive base form টি subjunctive হয়। এক্ষেত্রে main clause এ কতকগুলো verb, adjective এবং noun ব্যবহৃত হয়।

Verbs: Advise, ask, command, demand, decree, insist, move, prefer, propose, request, require, suggest, stipulate, urge ইত্যাদি । Adjectives: Important, imperative, mandatory, 

necessary, obligatory, proposed, recommended, suggested, urgent ইত্যাদি। Nouns: Demand, insistence, preference, proposal, recommendation, request, requirement, suggestion ইত্যাদি।

উল্লেখিত এসব verb/adjective/noun যদি Principal clause থাকে এবং এদের পরেই that যুক্ত subordinate clause বা that clause থাকে তাহলে that clause এর subject এর পরে সর্বদাই verb এর base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে। be verb এর ক্ষেত্রে শুধু be বসবে। কারণ, British Engish এ should+base form ব্যবহৃত হয়ে থাকে কিন্তু American English এ should কে উহ্য রাখা হয়। 1. Subject+ Staf verb ( tense) + that + subject + base form + extension.

1. Subject+ Staf verb ( tense) + that + subject + base form + extension.

   I suggest that he (should) take legal action. (আমার পরামর্শ সে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক)

2. It + (is/was)+ উল্লেখিত যেকোন adjective+that+subject+base form + ext. 

    It is imperative that you be on time there. (তোমার সেখানে সময়মত উপস্থিত হওয়া জরুরি/অপরিহার্য)

or, It + (is/was) + উল্লেখিত adjective+to+ base form + ext. (it's imperative to be on time)

3. Subject +verb + উপরে উল্লেখিত Noun +that+ subject + base form

    Alamgir ignored the suggestion that he get more exercise.

 

Reference: Master English