Clause: clause হচ্ছে একটি শব্দগুচ্ছ (group of words) যার একটি subject এবং একটি finite verb/conjugated verb থাকে । যেমনঃ
I can't cook very well but I make quite good omelettes.
(but এর উভয় পাশের দুটো অংশই একেকটা clause কেননা উভয় অংশেই subject এবং finite verb আছে)
N.B. কোনো বাক্যের tense অথবা subject এর number/person পরিবর্তন করলে যদি verb টি পরিবর্তিত হয় তাহলে verb টিকে Finite verb বলে।
I go. He goes. I went. I am poor. I was poor. He is poor.
a) Only a verb
b) A subject
c) Cause and effect
d) Subject and verb
Ans: d
Kinds of Clause: Clause কে প্রধানত তিনভাগে ভাগ করা যায়। যথা: