Material Noun

Material Noun: যে সকল Noun দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, তাদেরকে Material Noun বলে। 
যেমন: Diamond, Gold, Iron, Water, Oil, Rice Paper, Milk, Salt, Brick ইত্যাদি।

আবার, যে material বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকে Material Noun বলে। 
Material Noun থেকে উৎপন্ন বস্তুতে উক্ত material অপরিবর্তিত থাকলে এবং উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তা Common noun হবে। যেমন: This ring is made of gold. [লক্ষণীয়, gold থেকে ring তৈরী হওয়ার পরও এতে gold অপরিবর্তিত থাকে তাই gold হচ্ছে Material noun] 

***Material Noun এর অপর নাম Mass noun
 

Reference: Master English