Principal Verb

Principal verb: যে verb অন্য verb এর সাহায্যে ব্যতীত স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, তাকে Principal verb বা Main verb বলে। যেমন: call, go, work ইত্যাদি। 

বাক্যে principal verb চেনার উপায়

প্রথমত, কোনো বাক্যে একটিমাত্র verb থাকলে তা অবশ্যই Main/Principal Verb হয়। কেননা, Main/Principal verb ছাড়া কোনো sentence গঠিত হতে পারে না। যেমন: I am in class twelve. I did the work.

দ্বিতীয়ত, বাক্যে s/es যুক্ত একটিমাত্র verb থাকলে তা অবশ্যই Main / Principal Verb হয়। কেননা, শুধুমাত্র Principal Verb এর সাথেই s/es যুক্ত হয়। যেমন: Nothing lasts forever. He goes to mosque.

তৃতীয়ত, auxiliary verb এর পরবর্তী verb টি principal verb হয়। যেমন: We should obey the laws.

Reference: Master English