Auxiliary verb: যে verb, principal verb কে Tense, voice এবং Mood গঠনে সাহায্য করে, তাকে Helping verb বা Auxiliary verb বলে।যেমনঃ
ইংরেজি ব্যাকরণে Auxiliary verb এর সংখ্যা মোট ১২টি। যথা: be, have, do, can, may, shall, will, must, dare, need, used to, ought to = 12 . তবে primary auxiliary (= be, do, have) verb এর সংখ্যা ১৪ টি | be, have, do verb গুলো principal এবং Auxiliary উভয়রূপে ব্যবহৃত হয়। বাক্যে একটিমাত্র verb হিসেবে যদি be, have, do verb গুলোর মধ্যে যেকোনো একটি verb ব্যবহৃত তবে তা principal verb হবে।
Be verb | am, is, are, was, were, be, being, been | Have Verb | have, has, had |
Modals | shall, should, will, can, could, may, might | Do Verb | do, does, did |