Intransitive verb: বাক্যের অর্থ সম্পন্ন করতে যে verb এর object প্রয়োজন হয় না, তাকে Intransitive verb বলে।
বাক্যে verb এর পরে কোনো word না থাকলে অথবা verb এর পরে adverb থাকলে অথবা শুধু preposition থাকলে verb টি অবশ্যই Intransitive verb হবে। সহজ কথায়, যে সকল verb এর পরে it নয় বরং here, there বসে তারাই হচ্ছে Intransitive verb (vi)
e.g. Come here. Go there.