Future Simple Tense

Simple Future Tense ভবিষ্যতে ঘটবে এমন কোন কাজকে বোঝায়।

Simple Future Tense denotes to an action which will happen in the future.

Example:

  • I will go to the varsity - আমি বিশ্ববিদ্যালয়ে যাবো।
  • I will sing the song - আমি গানটি গাইবো।
  • He will help you - সে তোমাকে সাহায্য করবে।

Structure of the sentence:

Positive sentence:

Subject+ shall/will+ simple form of verb+ object.

Example:

  • I will/ shall write the poem - আমি কবিতাটি লিখবো।
  • You will do the work - তুমি কাজটি করবে।
  • They will go shopping - তারা কেনাকাটা করতে যাবে।

Note: First person-এর পরে সাধারণত: shall বসতে পারে তবে আজকাল সবক্ষেত্রেই will ব্যবহৃত হয়।

Negative sentence:

Subject+ will not/ won’t + simple form of verb+ object.

Example:

  • I will not/ won’t write the poem - আমি কবিতাটি লিখবো না।
  • You will not/ won’t do the work - তুমি কাজটি করবে না।
  • They will not/ won’t go shopping - তারা কেনাকাটা করতে যাবে না।

Interrogative sentence:

Will+ Subject+ simple form of verb+ object +note of interrogation (?)

Example:

  • Will I write the poem? - আমি কি কবিতাটি লিখবো?
  • Will you do the work? - তুমি কি কাজটি করবে?
  • Will they go shopping? - তারা কি কেনাকাটা করতে যাবে?
Reference: Grammar Hub