Present Continuous Tense

বর্তমানকালে বা অদূর/নিকট ভবিষ্যতে কোন কাজ চলছে/চলবে বোঝালে Present Continuous Tense ব্যবহার করতে হয়।

The present continuous tense designates an action that is being continued or going to be continued in the near future.

 

বাংলায় চেনার উপায়: Verb এর শেষে তেছ, তেছি , তেছেন, তেছে, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছেন, ছি  ইত্যাদি থাকে।

Example:

  • I am going to school - আমি স্কুলে যাচ্ছি।
  • He is going to market - সে বাজারে যাচ্ছে।
  • They are playing football - তারা ফুটবল খেলছে।
  • The bus is leaving at 4.00 pm – বাসটি চারটায় ছাড়বে। (নিকট ভবিষ্যত)

Structure of the sentence: Verb এর present form এর সাথে ing যোগ করতে হয়।

Positive sentence:

Subject + am/is/are + main verb + ing + object

Example:

  • I am eating rice.
  • He is running to and fro.
  • They are going to school.
  • They are going to attend a party tonight. (নিকট ভবিষ্যত)

Note: ‘I’ এর পর am বসে, He/she/it এর পর is বসে। এবং subjectযদি third person singular number হয় তাহলেও subject এর পর is বসে। We/you/they এবং plural subject এর পর are বসে।

Negative sentence:

Subject + am/is/are + not + Main verb + ing + object

Example:

  • He is not drinking milk.
  • I’m not going to open a bank account.
  • They are not going to play football.

অর্থাৎ, am/is/are এর পর একটি not যোগ করে দিলেই negative sentence হয়ে যায়।

Interrogative sentence:

Am/is/are + subject + main verb + ing + object + ?

Example:

  • Am I going to Chittagong?
  • Is he drinking water?
  • Are they playing badminton?
Reference: Grammar Hub