কোন কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনও বিদ্যমান আছে, এরকম বোঝালে present perfect tense ব্যবহৃত হয়।
It describes the work which has been done, but the effect exists till now.
বাংলায় চেনার উপায়: Verb এর শেষে য়াছে, এছে, য়াছ, য়াছি, এছি, য়াছেন, য়াছে, য়েছ, ইয়াছি, ইয়াছ, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করি নাই, করিনি, খাই নাই, খাইনি, ইত্যাদি বোঝালে Present Perfect Tense হয়।
Example:
Structure of the sentence: The past participle form of the verb is used after have/has.
Positive sentence:
Subject + have/has + past participle form of verb + object
Example:
Note: Subject যদি He/she/it এবং third person singular number হয় তাহলে has বসবে। Subject যদি I/we/they/you এবং plural subject এর সাথে have বসবে।
Negative sentence:
Subject + have/has + not + past participle form of verb + object
Example:
Interrogative sentence:
Have/has + subject + past participle form of verb + object + ?
Example: