Narration Of Imperative Sentence
Rule-1: Imperative Sentence কে Direct থেকে Indirect Narration-এ পরিবর্তন করার নিয়ম:
N.B. Negative Imperative Sentence কে Indirect speech এ পরিবর্তনকরার সময় Reporting verb এর পরিবর্তে prohibit, forbid ব্যবহার করলে to এর পূর্বে not বসেনা।
পরিবর্তিত Reporting verb | যে ধরনের Reported speech থাকলে পরিবর্তন হয় |
order | Do it./March on./Halt./Stand up. |
request | Please, help me./Please wait until I return . |
advise | Do not waste time. You should give up smoking./If I were you . |
advise/warn | You had better not leave your room unlocked. |
beg | Forgive me, Sir./Please, please forgive me! |
prohibit, forbid | Do not waste time./Do not run in the sun. |
Imperative beginning with Let
Rule-2: Reporting speech টিযদি Let us দিয়ে শুরু হয়তাহলে তা কোনো প্রস্তাব বুঝায়।
এরূপ ক্ষেত্রে Indirect এ Reporting verb টি পরিবর্তিত হয়ে propose/suggest/proposed/suggested (object থাকলেতার পূর্বে to বসে) হয় + Inverted Comma উঠে গিয়ে that বসে + they/ we should + Reporting speech এরমূল verb থেকে শেষ পর্যন্ত।প্রস্তাবের ক্ষেত্রে Reporting verb এর subject বা object টি first person হলে we এবং অন্যান্য ক্ষেত্রে they বসে। তবে suggest এর ক্ষেত্রে suggest + gerund ব্যবহার করা যায়।
Rule-3: Let দ্বারা প্রস্তাব না বুঝালে অর্থাৎ Let us এর পরিবর্তে Let me, Let them, let him ইত্যাদি থাকলে সাধারণত indirect এ reporting verb এর পরিবর্তন হয়না। (তবে অর্থানুসারে request, desire, wish ব্যবহার করা হয়) + Inverted commas উঠে গিয়ে that বসে + reporting verb এর subject পুনরায় বসে + might অথবা might be allowed to + মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
Direct: He said, 'Let me have a pencil.'
Indirect: He desired that he might have some milk.
তবে কখনো কখনো সাধারণ Imperative এর নিয়মেওহয়ে থাকে।.
Direct: He said to me, "Let me stay alone."
Indirect: He requested me to let him stay alone.