Singular subject এর সাথে singular verb এবং plural subject এর সাথে plural verb বসে। Subject Verb Agreement হচ্ছে Subject এর number ও person এর উপর নির্ভর করে Verb অনুসারে সঠিক form ব্যবহার করা। Subject এর number এবং person অনুযায়ী verb এর সঠিক ব্যবহারের জন্যে subject verb agreement এর rules গুলো জানা জরুরী।
Subject-verb agreement is used to express or show the number of the subject and the verb. The concept of subject-verb agreement is easier in English grammar. But there are some rules which are still confusing.
A singular verb is used with a singular subject, and a plural verb is used with a plural subject. When they agree with each other, we call it that a subject and the verb agree.
Some of the commonly used rules of subject-verb agreement are discussed below:
1. Subject এবং verb উভয়ই singular অথবা উভয়ই plural হতে হবে।
Subject and verb must agree with each other in number. Both must be singular, or both must be a plural
Example:
2. কিছু শব্দ subject এবং verb এর মাঝামাঝিতে বসে subject সম্পর্কে কিছু বলে। এরা subject-verb agreement এ কোন প্রভাব ফেলে না।
Some words come between the subject and verb and state something about the subject. They don’t affect the agreement.
Example:
3. Subject সাধারণত prepositional phrase এর আগে বসে।
A subject will come before a prepositional phrase.
Example:
4. দুইটি singular subject যখন or, either/or, বা neither/nor দ্বারা সংযুক্ত থাকে, তখন singular verb ব্যবহৃত হয়।
Two singular subjects that are connected by or, either/or, or neither/nor, use a singular verb.
Example:
5. কোন বাক্যে or, either/or, বা neither/nor থাকলে, verb নিকটবর্তী noun বা pronoun-কে অনুসরণ করে।
The sentence contains or, either/or, or neither/nor, the verb agrees with the noun or pronoun closest to it.
Example:
6. উভয় subject ই যদি plural হয় এবং “and”, “or”, “nor”, “neither/nor”, “either/or”, and “not only/but also” দ্বারা সংযুক্ত থাকে তাহলে verb ও plural হবে।
If both the subjects are plural and connected with the words “and”, “or”, “nor”, “neither/nor”, “either/or”, and “not only/but also”, then the verb will be in plural form.
Example:
7. দুই বা ততোধিক subject যদি and দ্বারা যুক্ত থাকে তখন plural verb ব্যবহৃত হয়।
A plural verb is used when two or more subjects are connected by ‘and’.
Example:
8. দুই বা ততোধিক subject যদি and দ্বারা যুক্ত থাকে এবং একজন single ব্যক্তি বা একটি বস্তুকে নির্দেশ করে তখন singular verb বসে।
When two or more subjects are connected by ‘and’ and refer to a singular thing, then the verb will be a singular form.
Example:
9. কিছু শব্দ আছে যারা বাক্যে subject এবং verb কে বিচ্ছিন্ন করে কিন্তু তারা subject অথবা verb এর কোন অংশ নয়। যেমন: along with, as well as, besides, not etc.
‘Along with, as well as, besides, not, etc. are not the part of the subject. They may separate the subject and verb in a sentence, but they are not the part of the sentence.
Example:
10. Parentheses, subject এর অংশ নয়।
Parentheses are not the part of the subject.
Example:
11. কোন বাক্য যদি there অথবা here দিয়ে শুরু হয় তাহলে সবসময় subject অনুযায়ী verb ব্যবহৃত হয়।
When the sentence begins with the word ‘there’ or ‘here’, the subject is placed after the verb.
So, it is important to identify the verb correctly.
Example:
12. Verb singular হবে যদি each, every, no শব্দগুলোর যে কোন একটি subject এর পূর্বে বসে।
The verb will be a singular verb if the words “each”, “every”, or “no” come before the subject.
Example:
13. Verb, preposition এর object এর উপর নির্ভর করে বসাতে হবে যদি কোন বাক্য “some”, “half”, “none”, “more” বা “all” দিয়ে শুরু হয়।
When “some”, “half”, “none”, “more” or “all” comes before a prepositional phrase then the verb will be determined by the object of the preposition.
Example:
14. বাক্যে পরিমাপ এবং সময়ের ক্ষেত্রে singular verb ব্যবহৃত হয়।
The singular verb is used during the units of measurement and time in the sentence.
Example:
15. Subject যদি “everyone”, “everybody”, “none” or “nobody” হয় তাহলে verb এর singular form হবে।
If the subject is “everyone”, “everybody”, “none” or “nobody”, the verb will be singular form.
Example:
16. Subject যদি “few”, “all”, “many”, “both”, “several”, এবং “some” হয় তাহলে verb, plural form হবে।
If the subject is “few”, “all”, “many”, “both”, “several”, and “some”, then the verb will be plural form.
Example:
17. বাক্যে subject যদি gerund অথবা infinitive হয় তাহলে verb এর singular form হবে।
When gerunds or infinitives are used as the subject in a sentence, then the verb will follow the singular form.
Example:
18. Collective noun, herd, Senate, class, crowd থাকলে verb এর singular form হয়।
“Herd”, “Senate”, “class”, “crowd” take a singular verb form.
Example:
19. Subject যদি কোন বই, নভেল, বা মুভির নাম হয় তাহলে verb এর singular form হবে।
Example:
20. বাক্যে যদি একটি positive এবং একটি negative subject থাকে, এবং একটি singular ও অপরটি plural form হয় তাহলে verb, positive subject কে follow করবে।
If the sentence contains a positive and a negative subject, one is singular, and another is plural form, then the verb will follow the positive subject.
Example:
21. সাধারণত একটি singular subject একটি singular verb গ্রহণ করে। singular subject একটিমাত্র কোনো কিছু নির্দেশ করে।
Example:
22. বিষয়ের নাম, বইয়ের নাম, সিনেমার নাম, দেশের নাম, সংগঠনের নাম দেখতে plural হলেও singular verb গ্রহন করে।
Example:
23. Plural subject সাধারণত plural verb গ্রহণ করে।
Example:
24. যে সকল noun এর দুটি অংশ থাকে তারা সাধারণত plural verb নেয় কিন্তু তাদের আগে singular determiner (these/those/this/the/A) + pair of ব্যবহার করলে singular verb নেয়।
Example:
25. The + adjective বিশেষ শ্রেণি অর্থে plural common noun হয় তাই এর পরে plural verb বসে।
Example:
সর্বোপরি, এটা মনে রাখা জরুরি যে, শুধু মাত্র subject ই verb কে প্রভাবিত করতে পারে। Please, notice that only the subject can affect the verbs.